শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

যিলক্বদ ১৪৩০হিঃ (১৪) | রোযনামচার পাতা

বৈশাখী মেলায়

লিখেছেনঃ শরীফুল আলম, নেত্রকোনা

নেত্রকোনা সরকারী কলেজমাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলা বসেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নাচ-গান হচ্ছে দেদার। বুদ্ধিজীবী নামের কিছু লোক বয়ান-ভাষণও দিয়েছেন। একজন বললেন খুব ‘চমৎকার’ কথা, ‘সংস্কৃতিতে যেমন পরিবর্তন আসে, ধর্মেও পরিবর্তন আসে। আমরা যদি প্রাচীনকে আঁকড়ে থাকি তাহলে সেটা হবে কুসংস্কার। তিনি তার বক্তব্যের সমর্থনে বলেন, মুসা ধর্মে পরিবর্তন এনেছেন নতুন ধর্মের মাধ্যমে, ঈসাও মূসার ধর্মে পরিবর্তন এনেছেন, তারপর মুহম্মদ (বক্তা এভাবেই বলেছেন, বলতে পেরেছেন, {ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম}) নতুন ধর্ম এনেছেন। পুরোনোর স্থানে নতুন আসবে এটাই সময়ের ধর্ম!’

আশ্চর্য! একটি মানুষও এই জ্ঞানপাপীর মূর্খতার প্রতিবাদ করলো না! এটার প্রতিবাদের জন্য বড় আলিম হওয়ার প্রয়োজন নেই। মুসলমানমাত্রই তো জানে যে, আল্লাহর নবিগণ নিজেরা কোন ধর্ম পরিবর্তন করেন না এবং নতুন ধর্ম তৈরী করেন না। তাঁরা আল্লাহর আদেশে আল্লাহর বাণী প্রচার করেন মাত্র। আর কোরআন হচ্ছে সর্বশেষ আসমানী কিতাব।