শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

রমযান ১৪৩০ হিঃ (১৩) | তোমাদের পাতা

তুমি আমার জন্য

লিখেছেনঃ আব্দুল্লাহ আলমুনির, বরুড়া

তুমি আমাকে ভালোবাসো এবং আমার জন্য কাঁদো, তুমি আমার কথা ভাবো এবং আমার জন্য রাত জাগো। আমি জানি, তোমার সবকিছু আমার কল্যাণের জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বুঝেও কেন মূল্য দিতে পারি না তোমার ভালোবাসার, তোমার চোখের পানির?! তুমি অস্থির ব্যাকুল আমার সুন্দর জীবনের জন্য, আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, অথচ আমি মশগুল খেলায়, ধূলায় এবং হাসি-তামাশায়! আমি তো চাই তোমার ভালোবাসার প্রতিদান দিতে! তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে তোমার দেখানো পথে এগিয়ে যেতে! আমি তো চাই, তোমার চোখের পানি দেখে আমারও চোখে পানি আসুক, আমাদের চোখের পানি একাকার হোক! তোমার প্রত্যাশা বৃথা যেতে পারে না, হয়ত একদিন আমি জেগে ওঠবো; হয়ত আমি এগিয়ে আসবো এবং তোমার আলিঙ্গন লাভ করবো। হয়ত দু’টি হৃদয়ে বিনিময় হবে স্পন্দন। হয়ত আমার বুক ধারণ করতে পারবে তোমার স্বপ্নগুলো।