আকাশে যখন চাঁদ দেখি, মনে পড়ে তোমাকে। আমার হৃদয়-আকাশে তুমি যে উদিত হয়েছিলে পূর্ণিমার চাঁদ হয়ে! আমি স্নাত হয়েছিলাম তোমার স্নিগ্ধ জোসনায়! যখন বাগানে ফুলের সুবাস পাই, তোমাকে মনে পড়ে, তুমি যে ফুটেছিলে আমার হৃদয়-বাগানে ফুলের সুবাস ছড়িয়ে! আমি স্বপ্ন দেখেছিলাম তোমার সুবাস নিয়ে পৃথিবীর বাগানে প্রস্ফুটিত হওয়ার। আজ পূর্ণিমায় বাগানে খোলা আকাশের নীচে দাঁড়ালাম। আকাশে চাঁদ আছে, বাগানে ফুল ফুটেছে। কিন্তু আজ কেন মনে হলো, চাঁদের বুকে যে দাগ, সে আমি! ফুলের মাঝে যে কাঁটা, সে আমি! কলংকের প্রতি ভালোবাসা এবং কাঁটার প্রতি প্রেম শুনেছো কখনো! কিংবা কাঁটা ও কলংকের কবিতা! কেন এমন হলো, কিংবা কেন এমন হলাম! তোমার কি মনে পড়ে আমাকে, অন্তত চাঁদের দাগ দেখে, কিংবা ফুলের কাঁটা দেখে! তোমার কী মনে পড়বে আমাকে, চাঁদ যখন মেঘের আড়ালে লুকোবে, কিংবা কাঁটা..!