লিখেছেনঃ
শাহাদাত হোসাইন হাবীবী
১৯ - ৬ - ২৯ হিঃ
বাদ যোহর আব্বু এলেন। মনটা খুশীতে ভরে উঠলো। সকালে মনটা খুব ছটফট করছিলো, তাই সকালে আব্বু-আম্মুর কাছে পত্র লিখেছিলাম। ‘ডাকস্থ’ করা হয়নি; এর মধ্যে আব্বু এসে হাজির!
আম্মু আম ও দুধ পাঠিয়েছেন। নিজে খেলাম, সহপাঠীদেরও খাওয়ালাম। ওরা কেমন স্বাদ পেলো জানি না; আমার কাছে মনে হলো ‘অমৃত’! আমার যে আম্মু!
আম্মু কিছু পাঠালে, আব্বু কিছু আনলে একা খাই না, ভালো লাগে না। খাওয়ার মধ্যে আছে স্বাদ জিহ্বার, আর খাওয়ানোর মধ্যে আছে তৃপ্তি আত্মার।
আব্বু আসাতে, আম্মুর পাঠানো আম-দুধ খাওয়াতে মনটা এমনিতেই আনন্দিত ছিলো; তার মাঝে আবার এসে গেলো পুষ্প! নূর আলা নূর, অথবা নেয়ামত আলা নেয়ামত! প্রচ্ছদের রঙটা তেমনই যেমন স্বপ্নে দেখেছি। আনন্দে আমার তখন আত্মহারা অবস্থা! কামরায় পড়তে শুরু করলাম। নিজের লেখাটা খুঁজে পেলাম না। অবশ্য তাতে আমার উদ্দীপনায় ভাটা পড়েনি। কারণ আমি তো লিখছি আমার জন্য।