শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা
মাসিক আল-কলম-পুষ্প
রজব ১৪৩০ হিঃ (১২) | তোমাদের পাতা
তুমি এসেছিলে, তবে!
সেদিন তুমি এসেছিলে আমাদের কাছে, আমাদের অঙ্গনে। শুনে এত খুশী হলাম, যেন আকাশের চাঁদ হাতের নাগালে পেলাম। কত স্বপ্ন ছিলো, তোমার কাছে যাবো, তোমাকে দেখবো, তোমার কথা শোনবো। অথচ আজ তুমি নিজেই উদিত হয়েছো আমাদের দিগনে-! এ যেন স্বপ্নের মাঝে নতুন এক স্বপ্ন!
দূর থেকে পড়েছি তোমার লেখা, কত মিষ্টি! আজ কাছে থেকে শোনবো তোমার কথা, হয়ত তা হবে আরো মিষ্টি! আমার ডানা ছিলো না, তাই উড়াল দিতে পারিনি। সিঁড়ি দিয়ে নেমে এসেছি। এসে দেখি হায়, তুমি নেই! তাহলে কি সবকিছু স্বপ্ন ছিলো! ওরা যে বলে, সত্যি তুমি এসেছিলো! ওরা নকি তোমাকে কাছে পেয়েছিলো! যে হাতে তুমি সাহিত্যের পুষ্পের সেবা করো সে হাতের স্পর্শ লাভ করেছিলো! ওরা নাকি তোমার মুখের মধুঝরা কথাও শুনতে পেয়েছিলো! তুমি নাকি ওদেরকে উপহার দিয়েছিলে একটুকরো মধুর হাসি! তাহলে আমার ভাগ্যে হলো না কেন? আমি অনেক ছোট এজন্য? তুমি অনেক বড় এজন্য? আমি যখন বড় হবো তখন ছোটদের কাছে ছোট থাকবো, যেন ছোটদের জীবন থেকে হারিয়ে না যাই। যেন ইচ্ছে করলেই ওরা আমাকে খুঁজে পায়।