রবিউছ ছানী ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

প্রথম কথা-সোনার হরফে- আমাদের প্রতিজ্ঞা

শেয়ার করুন:     
প্রিন্ট

** প্রথম কথা: কয়েক যুগ আগে একজন ভালো মানুষের কাছে শুনেছিলাম, একটি   উপদেশ, হাসতে হাসতে তুমি যেন কাঁদতে পারো, আবার কাঁদতে কাঁদতে যেন হাসতে পারো। আজ একটি ছোট্ট শিশু আমাকে দেখে, সে-ই জানে কী ভাবলো! কী ভেবে বললো, তুমি তো হাসছো, আবার কাঁদছো! আসলেই তখন আমার হাসির মধ্যে লুকিয়ে ছিলো কিছু কষ্টের কান্না! এখন তো বড় মানুষও বোঝে না, বুঝতে পারে না জীবনের এত জটিল কথা! কারো জীবনের হাসি-কান্নার প্রতি এভাবে দৃষ্টি দেয়ার এখন সময় কোথায় মানুষের!একটি ছোট্ট শিশু কোথায় পেলো এমন অন্তর্ভেদী দৃষ্টি, যাতে এমন সুন্দরভাবে দেখতে পারে এবং বুঝতে পারে একজন বড় মানুষের জীবনের সত্য! বুঝতে পারে তার হাসির আড়ালে লুকিয়ে‘‘‘ থাকা কান্না!এই শিশুটির প্রতি আমি আজ যেমন কৃতজ্ঞতা বোধ করেছি, মনে পড়ে না, আর কারো প্রতি এমন কৃতজ্ঞতা কখনো বোধ করেছি! সত্য কথা এই যে, শিশুকে এখন আমি আর শুধু শিশু ভাবি না, ভাবি, একজন পরিপূর্ণ মানুষের ক্ষুদ্র ছবি।কামনা করি হে নিষ্পাপ শিশু! আমার সারা জীবনের কান্না যেন তোমার জীবনে অফুরন্ত হাসির উৎস হয়! কখনো তোমাকে যেন হাসতে হাসতে কাঁদতে না হয় এবং ...!

 

**সোনার হরফে- নিজের সুখ, নিজের দুঃখ জীবনকে কলঙ্কিত করে। মানুষের সুখ এবং মানুষের দুঃখ জীবনকে করে মহিমান্বিত। কিন্তু আমরা তো ব্যস্ত নিজের সুখ এবং নিজের দুঃখ নিয়ে! তাই...

 

** আমাদের প্রতিজ্ঞা -  গাছের সবুজের কাছে যে প্রতিজ্ঞা ছিলো, তা কি রক্ষা করেছি। আবার না হয় প্রতিজ্ঞা করি! ইনশাআল্লাহ্  

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা