মুহররম.১৪৪০হিঃ (৩/৬)

হযরত আলী নাদাবীর পাতা

মুসলিম উম্মাহর আজকের করণীয়

শেয়ার করুন:     
প্রিন্ট

হযরত আলী মিয়াঁ রহ. এর চিন্তাদর্শন সম্পর্কে গভীর পর্যালোচনার পর আল্লাহর রহমতে আমি যা বুঝতে পেরেছি তা এই যে, মুসলিম উম্মাহ যদি তার মেরুদ- সোজা করে দাঁড়াতে চায় তাহলে তার আশু কর্তব্য হলো পাশ্চাত্যের বস্তুবাদী জীবনদর্শনের উপর ভিত্তি করে যে শিক্ষা-ব্যবস্থা গড়ে উঠেছে তা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া এবং আগাগোড়া ইসলামী চিন্তাচেতনার উপর ভিত্তি করে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা একই সঙ্গে উম্মাহর দ্বীন ও দুনিয়া উভয় জীবনের প্রয়োজন পূর্ণ করবে। ‘জীবনবিমুখ দ্বীনী শিক্ষা’ এবং ‘দ্বীনবিমুখ জাগতিক শিক্ষা’ দু’টোই ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য ক্ষতিকর। ইউরোপের চিন্তানয়কগণ অত্যন্ত সুকৌশলে মুসলিম তরুণদের, শিক্ষার দ্বৈততার গোলকধাঁধায় নিক্ষেপ করেছে। যে কোন মূল্যে আমাদের আজ শিক্ষার দ্বৈততার অভিশাপ থেকে মুসলিম উম্মাহকে মুক্ত করতে হবে। -আবুতাহের মিছবাহ।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা