শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

মুহররম.১৪৪০হিঃ (৩/৬) | হযরত আলী নাদাবীর পাতা

মুসলিম উম্মাহর আজকের করণীয়

হযরত আলী মিয়াঁ রহ. এর চিন্তাদর্শন সম্পর্কে গভীর পর্যালোচনার পর আল্লাহর রহমতে আমি যা বুঝতে পেরেছি তা এই যে, মুসলিম উম্মাহ যদি তার মেরুদ- সোজা করে দাঁড়াতে চায় তাহলে তার আশু কর্তব্য হলো পাশ্চাত্যের বস্তুবাদী জীবনদর্শনের উপর ভিত্তি করে যে শিক্ষা-ব্যবস্থা গড়ে উঠেছে তা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া এবং আগাগোড়া ইসলামী চিন্তাচেতনার উপর ভিত্তি করে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা একই সঙ্গে উম্মাহর দ্বীন ও দুনিয়া উভয় জীবনের প্রয়োজন পূর্ণ করবে। ‘জীবনবিমুখ দ্বীনী শিক্ষা’ এবং ‘দ্বীনবিমুখ জাগতিক শিক্ষা’ দু’টোই ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য ক্ষতিকর। ইউরোপের চিন্তানয়কগণ অত্যন্ত সুকৌশলে মুসলিম তরুণদের, শিক্ষার দ্বৈততার গোলকধাঁধায় নিক্ষেপ করেছে। যে কোন মূল্যে আমাদের আজ শিক্ষার দ্বৈততার অভিশাপ থেকে মুসলিম উম্মাহকে মুক্ত করতে হবে। -আবুতাহের মিছবাহ।