শাবান ১৪৩৯ হিঃ (৩/৪)

চতুর্থ সংখ্যা

আহলান ওয়া সাহলান

শেয়ার করুন:     
প্রিন্ট

আহলান ওয়া সাহলান

প্রিয় পাঠক! আসুন, আমার ছোট্ট বাগানের একটি ফুলগাছের সামনে দাঁড়াই! কী উদ্দেশ্যে? আমাদের জীবনের উদ্বোধনের প্রতি স্রষ্টার সৌন্দর্যের মহিমা অনুধাবনের উদ্দেশ্যে এবং আমাদের জীবনের সমাপ্তির প্রতি স্রষ্টার মহাপ্রজ্ঞার মহত্ত্ব হৃদয়ঙ্গম করার উদ্দেশ্যে, যাতে আগামী জীবনের অনন্ত রূপটি আমাদের সামনে সমুদ্ভাসিত হয়!দেখুন, একটি কলি ধীরে ধীরে কীভাবে প্রস্ফুটিত হয়! তারপর দেখুন, আমাদের সামনে পূর্ণ বিকশিত ও সুবাসিত তরতাজা একটি ফুল!! সৌন্দর্যের কী মোহনীয় রূপ! আনন্দের অজানা রহস্যের প্রতি কী অমোঘ আকর্ষণ!! কেমন ‘মনকেমনকরা’ হাতছানি!! তারপর মাত্র দু’দিন! দেখুন, মোহনীয় সৌন্দযের প্রতীক সেই তরতাজা ফুলটি শুকিয়ে চলেছে! এই দেখুন, একেবারেই ঝরে গেলো! পাপড়িগুলো সব খসে খসে বিচ্ছিন্ন হয়ে গেলো!!সবকিছু কি শেষ হয়ে গেলো? তাহলে আবার কেন কলি আসে, আবার কেন ফুল ফোটে, আবার কেন ঝরে যায়?! এখানেই রয়েছে জীবনের অনন্ত রূপটির সমুজ্জ্বল প্রকাশ!! এই সুন্দর অনুভূতি আমার হৃদয় থেকে আপনার হৃদয়ে অর্পণ করার জন্য পুষ্পের এবারের আয়োজন! আমাদের সবার জীবন হোক চিরকল্যাণের আধার, এই কামনা করে এবারের মত বিদায়!! আশা করি, আবার আমরা একত্র হবো যথাসময়ে, ইনশাআল্লাহ!!  ঃসম্পাদক

লেখা শুরু করার আগে এবং পড়া শুরু করার আগে,

প্রিয় পাঠক, আসুন আমরা আল্লাহর কাছে মুনাজাত করি এবং আশ্রয় গ্রহণ করি ঐ মুনাজাতের নূর ও নূরানিয়াতের যা আমাদের পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন

اللّهُم إنَّـا نَسْألُكَ مِنَ الخَير كُـلِّــه، عاجِلِـه وآجِلـه؛ ما عَلِمْنـا مِنْـهُ وَمـا لَـمْ نَعْلَمْ؛ وَنعوذُ بِك مِنَ الشَّرِّ كُلِّـه، عاجِلِـه وآجِلِـه؛ مـا عَلِمْنـا مِنْـه وَمـا لَـمْ نَعْلَـمْ

শাব্দিক তরজমা ঃ (আয় আল্লাহ্, আমরা প্রার্থনা করি আপনার কাছে কল্যাণ, তার সমগ্রটুকু, তার তাৎক্ষণিকটুকু এবং তার আগামীটুকু (হতে); তার যতটুকু জানি এবং তার যতটুকু জানি না (তা হতে); আর আশ্রয় প্রার্থনা করি আমরা আপনার কাছে অকল্যাণ হতে, তার সমগ্রটুকু (হতে), তার তাৎক্ষণিকটুকু এবং তার আগামীটুকু (হতে); তার যতটুকু জানি এবং তার যতটুকু জানি না (তা হতে)।

ভাব তরজমা ঃ (আয় আল্লাহ, আমরা আপনার কাছে প্রার্থনা করি যাবতীয় বর্তমান ও ভবিষ্যতের কল্যাণ, যা জানি এবং যা জানি না সেই সব কল্যাণ। একই ভাবে আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি, বর্তমান ও ভবিষ্যতের যাবতীয় অকল্যাণ হতে, যা জানি এবং যা জানি না সেই সব অকল্যাণ হতে।)

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা