জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

রোযনামচার পাতা

রোযনামচার একটি পাতা

লিখেছেনঃ সাইফুল ইসলাম বিন সাইফুর্-রাসূর

শেয়ার করুন:     
প্রিন্ট

 

৫/২/৩২ হি.

আজ অনেক শীত পড়েছে। আলহামদু লিল্লাহ আমি খুব ভালো ছিলাম। আমার শীতনিবারণের আয়োজন ছিলো। কিন্তু ঐ সব মানুষের কষ্টের কোন শেষ নেই যারা রাস্তায় রাত কাটায়।

যাদের গায়ে শীতের কাপড় বলতে কিছুই নেই। তাদের কথা ভেবে আমার খুব কষ্ট হয়। ভয় হয় যে, আল্লাহর কাছে কী জবাব দেবো!

আমাদের দেশে তো বিত্তশালী মানুষের অভাব নেই। তারা এই অসহায় মানুষগুলোর প্রতি সামান্য একটু হামদর্দির হাত বাড়িয়ে দিতো তাহলে কত ভালো হতো!

আমি আজ মনে মনে একটি প্রতিজ্ঞা করেছি। আল্লাহ যদি তাওফীক দান করেন, বড় হয়ে আমি গরীবের পাশে দাঁড়াবে, আমার পক্ষে যদ্দুর সম্ভব তাদের গরীবি দূর করার চেষ্টা করবো।

 
   

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা