জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

রোযনামচার পাতা

একটি রোযনামচা

লিখেছেনঃ ইসমাঈল হোসেন / পশ্চিম নাখালপাড়া, মাদরাসা-ই- লওহে মাহফূয, ঢাকা

শেয়ার করুন:     
প্রিন্ট

 

গত রাতে স্বপ্নে দেখি, পুষ্পে আমার লেখা ছাপা হয়েছে, আর সম্পাদক ভাইয়া আমার লেখার প্রশংসা করেছেন। আমি তো অবাক! ঘুমের মধ্যেই আনন্দে আলহামদু লিল্লাহ বলে উঠলাম। পাশের সাথী ভাই আমাকে ডাক দিয়ে বললো, স্বপ্ন দেখছো? আমি লজ্জা পেয়ে বললাম, কিছু না, এমনি।

সাকালে স্বপ্নের কথা বন্ধুদের বললাম। সবাই তো হেসেই খুন। বললো, পুষ্পে তোমার লেখা ছাপা হওয়া স্বপ্নেই সম্ভব। আর সম্পাদক ভাইয়ার প্রশংসা! স্বপ্নেই বা তা দেখার সাহস পেলে কীভাবে?! ...

(সম্পাদক- এই দেখো, স্বপ্নের চেয়ে সুন্দর বাস্তব তোমার সামনে! আর প্রশংসা, বাস্তবে না হোক স্বপ্নে তো হয়েছে!)



শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা