জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

রোযনামচার পাতা

রোযনামচার কিছু পাতা

লিখেছেনঃ আব্দুল কাইয়ূম শেখ / হাজীপাড়া, এনগঞ্জ

শেয়ার করুন:     
প্রিন্ট

৩ - ৩ -১১ 

রোজনামচা শব্দটির বানান নিয়ে বড় বিপাকে আছি। ব্যবহারিক বাংলা অভিধানে আছে ‘রোজনামচা’, অথচ পুষ্পে লেখা হয় ‘রোযনামচা’। সম্পাদক ভাইয়ার সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করতে পারতাম

(সম্পাদক- দেখা না হলেও জিজ্ঞাসা করা যায়, আবার দেখা হলেও জিজ্ঞাসা করা যায় না।)

২৭ - ১০ - ১০

আজ আমাদের মাদরাসায় ভাষা- শিক্ষার আসর হয়েছে। পরিচালনা করেছেন মুফতী হেদায়াতুল্লাহ ছাহেব (দামাত বারাকাতুহুম)।  তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দান করেছেন। তারপর আদীব হুযূরের ‘এসো কলম মেরামত করি’ থেকে পড়ে শুনিয়েছেন।

১১ - ১১ - ১০

আল্লাহ তা‘আলার শোকর, মুসলিম বিশ্বের সর্বজন-শ্রদ্ধেয় আলিম আল্লামা তকী উছমানী (দা. বা.)-এর ‘জান্নাত কে মানাযের’ পুস্তিকাটি আজ পড়লাম। তাতে দিলের মধ্যে জান্নাতের প্রতি আশ্চর্য এক আকর্ষণ সৃষ্টি হয়েছে। শুরুতেই একটি হাদীছ উলেস্নখ করা হয়েছে, ‘আমি আমার নেকবান্দা- দের জন্য প্রস্ত্তত করেছি এমন সব নেয়ামত যা কোন চক্ষু অবলোকন করেনি, কোন কর্ণ শ্রবণ করেনি এবং কোন মানুষের হৃদয়ে যা উদিত হয়নি।

হাদীছটি আমি আরবীতে মুখস্থ করেছি।

১৯ - ১২ - ১০

রাত এখন বারোটা। ছাত্রপাঠাগারে বসে বিভিন্ন কিতাব দেখছিলাম। শুধু চোখ বুলিয়ে যাচ্ছি, তাতেই যেন আমার সামনে জ্ঞানের নতুন নতুন দিগন্ত উদ্ভাসিত হচ্ছে। পেরেশান ছিলাম, মুজাদ্দিদে আলফে ছানী (রহ.)-এর জীবনী কোথায় পাবো। এখানে ‘তারীখে দাওয়াত ওয়া আযীমত’ কিতাবে তা পেয়ে গেলাম। কিতাবটির লেখক হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদবী (রহ.) তিনি আমাদের আদীব হুযূরের আদর্শপুরুষ।...


শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা