জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

তোমাদের পাতা

হৃদয়ের শুভ্র কিছু অনুভূতি

লিখেছেনঃ খন্দকার ফারাবি আহমদ / বাইতুস্সালাম, উত্তরা, ঢাকা

শেয়ার করুন:     
প্রিন্ট

 

আজ আমার হৃদয়ের এ আনন্দের লগ্নে প্রকৃতির সকল আয়োজন মনে হয়, অন্যকারো জন্য নয়, শুধু আমার জন্য।

গাছে গাছে ফলের সমাহার, বাগানে বাগানে ফুলের সমারোহ, পাখিদের কলতান শুধু আমার জন্য।

আজ নীল আকাশে এই যে মেঘের খেলা, সাদা-কালো মেঘের ভেসে চলা; অজানার উদ্দেশ্যে শুভ্র বলাকাদের উড়ে যাওয়া এসব শুধু আমার জন্য।

বর্ষায় মেঘের বর্ষণ, বৃষ্টির রিমঝিম, রঙধনুর সাতটি বর্ণের অপূর্ব সাজ শুধু আমার জন্য।

তুমিও হে বন্ধু, বলতে পারো, এসবকিছু শুধু তোমার জন্য। বলতে পারো, যদি বুঝতে পারো যে, প্রকৃতির যেখানে যত সুন্দর দৃশ্য, এসকল সৌন্দর্যের শিল্পী পর্দার আড়ালে আছেন অদৃশ্য।

এই যে মৃদুমন্দ বাতাস বইছে, আমাকে তোমাকে কানে কানে একথাই যেন ‘কইছে’, হে বন্ধু, প্রকৃতির সকল সৌন্দর্য শুধু তোমার জন্য, তুমি যদি হতে পারো সেই মহান শিল্পীর জন্য। সৌন্দর্যের আনন্দে অবগাহন করো, তবে জেনে রেখো অবশ্য, এটাই নিয়ম, ‘শিল্পী থাকিবে অদৃশ্য’। যারা প্রেমিক তারাই শুধু অনুভব করতে পারে অদৃশ্যতার স্বাদ।


 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা