জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

শেষের পাতা

নফসের সংশোধন

শেয়ার করুন:     
প্রিন্ট

 

(গত সংখ্যার পর) তাহলে আমার এই এই অছিয়ত পূর্ণ করো। একথা বলেই ঘোড়া ছুটিয়ে দিলেন এবং ঐ রোমক বীরের সামনে গিয়ে দাঁড়ালেন। লড়াই শুরু হলো এবং কঠিন লড়াই হলো, কিন্তু শেষ পর্যন্ত রোমক বীর নিহত হলো। তিনি তলোয়ার উঁচিয়ে তাকবীর-ধ্বনি দিয়ে আহবান জানালেন। তখন একজন রোমক বীর এগিয়ে এলো এবং চোখের পলকে মাটিতে লুটিয়ে পড়লো, আর দেখতে দেখতে ঠান্ডা হয়ে গেলো। এভাবে একে একে ছয়জন নিহত হলো। তারপর আর কোন বীর পুরুষের সাহস হলো না তাঁর সামনে আসার। তখন তিনি দুই কাতারের মধ্য দিয়ে ঘোড়া ছুটিয়ে গায়েব হয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখি, তিনি আমার পাশে ঠিক সেই স্থানে অবস্থান গ্রহণ করেছেন যেখানে কিছুক্ষণ আগে ছিলেন। আমি প্রশংসার দৃষ্টিতে তাঁর দিকে তাকালাম। তখন তিনি বললেন, হে আল্লাহর বান্দা, যদি আমার জীবিত অবস্থায় এ ঘটনা কাউকে বলো তাহলে...। তিনি এমন একটি শব্দ উচ্চারণ করলেন যা আমি বলতে চাই না। তবে আমি কথা রক্ষা করেছি। তাঁর জীবদ্দশায় এ ঘটনা...। 

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা