জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

রোযনামচার পাতা

আল্লাহ তো দেখছেন!

লিখেছেনঃ এমদাদুল্লাহ / ফেনী

শেয়ার করুন:     
প্রিন্ট

 

একবার চট্টগ্রামের জিরি মাদরাসায় হযরত মাওলানা শাহ যমীরুদ্দীন (রহ.) তশরীফ আনলেন এবং বয়ানের মধ্যে বললেন, মানুষের অন্তরে যদি এ বিশ্বাস জাগ্রত থাকে যে, দিনের আলোতে বা রাতের অন্ধকারে আমি যাই করি, আল্লাহ আমাকে দেখছেন, এ বিশ্বাস যদি জাগ্রত থাকে তাহলে কীভাবে সে গোনাহ করতে পারে?! কীভাবে সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারে?!

চোর কি পুলিশের উপস্থিতিতে চুরি করতে পারে? খুনী কি আদালতে হাকীমের সামনে খুন করতে পারে? একজন প্রজা কী বাদশাহর দরবারে দাঁড়িয়ে কোন অন্যায়-অনাচার করতে পারে? সন্তান কি পিতার সামনে লজ্জাজনক কোন কাজ করতে পারে? কখনো পারে না। আল্লাহর শান ও মরতবা তো আরো উঁচু! তাঁর জালাল ও প্রতাপ তো আরো বেশী। আল্লাহর শান ও জালালের তো কোন তুলনাই হয় না। তাহলে আল্লাহর নযরের সামনে থেকে মানুষ কীভাবে কোন অন্যায় ও নাফরমানি করতে পারে!


শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা