শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০) | রোযনামচার পাতা

পুষ্প এলো সুবাস নিয়ে!

লিখেছেনঃ রফীকুল ইসলাম / মুক্তাগাছা, মোমেনশাহী

 

৩০ - ৫ - ১০ খৃ.

আজ রোববার। প্রতীক্ষার প্রহর গুণতে গুণতে যখন হতাশ হয়ে পড়ার অবস্থা তখন একপশলা বৃষ্টির আনন্দ নিয়ে পুষ্প এলো, আমার প্রাণের বন্ধু পুষ্প!

পুষ্প হাতে পেলাম তো যেন আকাশের চাঁদ হাতে পেলাম, কিংবা অন্ধকারে পেলাম আলোর দিশা, কিংবা পেলাম অকূল দরিয়ায় একটি কাষ্ঠখন্ড! আসলে পুষ্পকে পাওয়ার আনন্দের কোন তুলনা নেই।

কোন্ লেখাটি রেখে কোনটি পড়ি! প্রথমে পড়লাম ‘প্রথম কথা’। এই একটি লেখাই তো যথেষ্ট জীবনের পথে আলোর পাথেয় হিসাবে!

সম্পাদকীয়টি! প্রতিটি শব্দ যেন আলোর বর্ণ দিয়ে লেখা! এমন আলোকিত লেখা পুষ্পেই শুধু পাওয়া যায়। ...