জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

কচি ও কাঁচা

আমার রোযনামচা

লিখেছেনঃ আলআমীন (দড়াটানা মাদরাসা, যশোর)

শেয়ার করুন:     
প্রিন্ট

 

আমার ভাইয়া পুষ্প পড়েন। পুষ্পকে খুব ভালোবাসেন। ভাইয়া পুষ্পের জন্য লেখা পাঠান, আর আমাকে বলেন, তুমিও পুষ্পের জন্য লেখো এবং লেখা পাঠাও। আমি বলি, আমার লেখা তো ছাপা হবে না। আমার লেখা যে সুন্দর না!

ভাইয়া বলেন, একদিনেই সুন্দর হয় না; একদিনেই ছাপা হয় না। লিখতে থাকো, আর পাঠাতে থাকো। তখন তোমার লেখা সুন্দর হয়ে যাবে এবং পুষ্পের পাতায় ছাপা হবে।

ভাইয়ার কথা শুনে মনটা খুশী হলো, আর আমি লেখা শুরু করলাম।


শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা