জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

কচি ও কাঁচা

মনের আশা

লিখেছেনঃ আব্দুর-রাহীম (বাঘা, রাজশাহী)

শেয়ার করুন:     
প্রিন্ট

 

আমার মনে অনেক আশা, একদিন আমি অনেক বড় লেখক হবো; কলমের মাধ্যমে দ্বীনের অনেক খিদমত করবো। কবে পূর্ণ হবে আমার মনের আশা? কীভাবে পূর্ণ হবে? আমি পুষ্প পড়ি। পুষ্প আমার খুব ভালো লাগে। আমার মনে হয় পুষ্পের মাধ্যমেই পূর্ণ হতে পারে সে আশা। পুষ্পই তো আমাকে কলম ধরতে শিখিয়েছে! পুষ্পই তো আমাকে লেখার পথ দেখিয়েছে! যখন থেকে পুষ্প পড়ি তখন থেকেই আমি রোযনামচা লেখা শুরু করেছি। রোযনামচা লিখতে আমার খুব ভালো লাগে। সবাই বলে, আমার লেখা ধীরে ধীরে ভালো হচ্ছে।


শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা