জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

কচি ও কাঁচা

চাই, কিন্তু পারি না

লিখেছেনঃ সাইফুল্লাহ সিরাজী (দারুল উলূম, চান্দিনা, কুমিল্লা)

শেয়ার করুন:     
প্রিন্ট

 

আমি বুঝতে পারি, কিন্তু বলতে পারি না। ভাবতে পারি, কিন্তু লিখতে পারি না। চারপাশের সবকিছু দেখতে পারি, কিন্তু শিখতে পারি না।

আমি অনেক কিছু করতে চাই, কিন্তু করতে পারি না। আমি শিখতে চাই, কিন্তু কীভাবে শিখবো বুঝতে পারি না। ইলমের তলবে আমি অনেক দূর যেতে চাই, কিন্তু পথ খুঁজে পাই না।

আমি সবাইকে ভালোবাসতে চাই, কিন্তু ভালোবাসতে জানি না। আমি মন্দ থেকে দূরে থাকতে চাই, কিন্তু দূরে থাকতে পারি না। আমি অলসতা ত্যাগ করতে চাই, কিন্তু অলসতা থেকে মুক্ত হতে পারি না। আমি নিয়ত করি ভালো হওয়ার, কিন্তু ভালো হতে পারি না।


শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা