জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

তোমাদের পাতা

মানবজীবনে শান্তির জন্য রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান

লিখেছেনঃ ইকবাল হাসান খান (দারুল ফিকরি ওয়াল ইরশাদ, ফরিদাবাদ, ঢাকা)

শেয়ার করুন:     
প্রিন্ট

 

মানুষ তার জীবনে শান্তির প্রত্যাশী। সকল সৃষ্টির যিনি স্রষ্টা, বিশ্বজগতের যিনি প্রতিপালক তিনিও চান, সৃষ্টির সেরা মানুষ সুখে শান্তিতে থাকুক। এজন্য যুগে যুগে বিভিন্ন জনপদে তিনি নবী-রাসূল প্রেরণ করেছেন। মানুষকে তারা শান্তির পথ প্রদর্শন করেছেন। কিন্তু

শয়তান মানবজাতির চিরশত্রু। সে চায় মানুষের জীবনে অশান্তি ও ফেতনা-ফাসাদ। যুগে যুগে কিছু মানুষ শয়তানের ইচ্ছাকেই পূর্ণ করেছে এবং পৃথিবীকে অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করেছে।

সর্বশেষে আল্লাহ তা‘আলা সমগ্র মানবজাতির শান্তির জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজগতের জন্য রহমতরূপে প্রেরণ করেছেন। ইরশাদ হয়েছে-

وما أرسلناك إلا رحمة للعلمين

তিনি তাঁর আচরণে উচ্চারণে মানবজাতিকে শান্তির পথ প্রদর্শন করেছেন। শুধু দুনিয়ার শান্তি নয়, বরং সেই সঙ্গে আখেরাতের অনন্ত জীবনের শান্তি।

মানুষকে তিনি যেমন শান্তির পথ দেখিয়েছেন, তেমনি তাঁর নববী দীক্ষা ও তারবিয়াত দ্বারা এমন একটি আদর্শ জামাত গড়ে তুলেছিলেন, যারা পৃথিবীতে শান্তির সমাজ প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। এমন শান্তি ইতিহাসের আর কোন অধ্যায়ে অন্য কোন সমাজে মানুষ দেখতে পায়নি। (সংক্ষেপিত )

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা