জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

তোমাদের পাতা

পুষ্পের প্রতি ভালোবাসা

লিখেছেনঃ শামসুল আবরার (উজানি মাদরাসা, কচুয়া, চাঁদপুর)

শেয়ার করুন:     
প্রিন্ট

আমাদের প্রিয় সম্পাদক তার পত্রিকার কী সুন্দর নাম রেখেছেন! কী অপূর্ব তার চিন্তা! মানুষের যেমন দু’টি নাম থাকে, তাঁর পত্রিকারও দু’টি নাম। প্রথম নাম হলো ‘আলকলম’। বড় সার্থক নাম। কারণ এ পত্রিকার সঙ্গে যাদের ভালোবাসার সম্পর্ক তাদের হতে হবে কলমযুদ্ধের সিপাহী ও সিপাহসালার।

আলকলমের ডাকনাম হলো পুষ্প। এটিও বড় সার্থক নাম। কারণ বাগানের ফুল যেমন সুবাস ছড়ায়, ফুলের সৌন্দর্য যেমন সবার মন কাড়ে, এ পুষ্পের প্রতিটি পাপড়ি তেমনি সাহিত্যের সুবাস ছড়ায়। এর প্রতিটি পাপড়ি তার আত্মিক সৌন্দর্য দ্বারা আমাদের মুগ্ধ করে। তাই তো একবার যে পুষ্প হাতে নেয় তার সুবাসে সৌন্দর্যে সে আত্মহারা হয়; পুষ্পের প্রতি ভালোবাসায় সমর্পিত হয়। পুষ্প আমার প্রথম ভালোবাসা, পুষ্প আমার শেষ ভালোবাসা।

(সম্পাদক- সুন্দর সুন্দর শব্দের ফুল দিয়ে তুমি বড় সুন্দর মালা গেঁথেছো। দেখা যাক, শব্দের এই ফুলগুলো কি শুধু কাগজের ফুল, না বাগানের তাজা ফুল!)

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা