শাবান ১৪৩১হিঃ (১৭)

শেষের পাতা

নফসের সংশোধন

শেয়ার করুন:     
প্রিন্ট

হযরত হোসায়ন (রা)-এর পুত্র হযরত আলী (রহ) সম্পর্কে বর্ণিত আছে, রাতের অন্ধকারে তিনি রুটিভর্তি ‘জিরাব’ পিঠে বহন করে বেড়াতেন এবং নিজের পরিচয় গোপন করে অভাবীদের মাঝে রুটি বিতরণ করতেন। তিনি এই হাদীছ বলতেন, ‘গোপন ছাদাকা রাবের গযব ও ক্রোধ নিভিয়ে দেয়।’ মৃত্যুর পর তাঁকে গোসল দেয়ার সময় পিঠে কালো কালো দাগ দেখা গেলো। জিজ্ঞাসা করা হলো, এ কিসের দাগ? (পরিবার থেকে) বলা হলো, মদীনার গরীবদের দান করার জন্য রাতের অন্ধকারে তিনি পিঠে করে আটার বস-া বহন করতেন। সে কারণেই এ দাগ। মদীনার অভাবীদের বক্তব্য ছিলো, আলী বিন হোসায়নের ইনতিকালের পরই আমরা আর গোপন ছাদাকা পাই না। (তাতে বোঝা গেলো, ঐসমস- গোপন ছাদাকা তাঁর কাছ থেকেই আসতো।) এভাবে আল্লাহর আরো বহু নেক বান্দার গোপন ছাদাকা প্রকাশ পেয়েছে তাঁদের ইনতিকালের পরে, যখন ছাদাকা আসা বন্ধ হয়েছে। অথচ তাঁদের নফস ছিলো এমনই পাক-ছাফ যে, প্রকাশ্য ছাদাকা দ্বারাও রিয়া আসার সম্ভাবনা ছিলো না।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা